ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ-সদস্যসহ দুই জন নিহত

প্রকাশিত: ০৫:১০, ১০ ডিসেম্বর ২০১৯

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশ-সদস্যসহ দুই জন নিহত

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে কোটালীপাড়ায় দু’টি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে এক পুলিশ-সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক এএসআই সহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী থানার কম্পিউটার অপারেটর পুলিশের কন্স্টেবল মোঃ এমদাদুল হক (২৪) ও কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের শচীন বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৭)। নিহত পুলিশ কন্স্টেবল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার গ্রামের মোতাহার মোল্লার ছেলে। আহত মাদারীপুরের রাজৈর থানার এএসআই মনির হোসেন (২৭) ও পোরো হালদারকে (২৬) প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে গোপালগঞ্জে ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান জানিয়েছেন, মোটর-সাইকেল দু’টি দ্রুতগতি নিয়ে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। এতে পুলিশ-কন্স্টেবল এমদাদুল হক ও রঞ্জিত বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। এমদাদুল গত ৮ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়ি যান। ১২ ডিসেম্বর তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।
×