ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শ্রীপুরে রোদ পোহাতে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট দিনমুজুর

প্রকাশিত: ০৫:৪৭, ১০ ডিসেম্বর ২০১৯

শ্রীপুরে রোদ পোহাতে গিয়ে পিকআপের চাকায় পিষ্ট দিনমুজুর

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে মহাসড়কের ডিভাইডারে বসে রোদ পোহাতে গিয়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার এক দিনমুজুর নিহত হয়েছে। তার নাম শাবজুল হোসেন (৬৫)। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার ডেওয়াতলা গ্রামে। মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব আলী ও স্থানীয়রা জানান, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাষ্টাররাড়ী এলাকায় পরিবারের সদস্যদেরকে নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে এলাকায় দিনমজুরের কাজ করতো শাবজুল। মঙ্গলবার সকালে সে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে মাওনা চৌরাস্তায় আসে। সে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে বসে রোদ পোহাচ্ছিল। এসময় সে ঘুমিয়ে সড়কে পড়ে গেলে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাকায় তার মাথা পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শাবজুল নিহত হয়। পুলিশ পিকআপভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এঘটনায় আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
×