ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে ধান ক্রয় শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ১০ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটে ধান ক্রয় শুরু

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট সদর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের উদ্যোগে কৃষকের নিকট থেকে সরাসরি আমন ধান ক্রয় শুরু হয়েছে। আজ মঙ্গলবার ধানক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নর্বাহী অফিসার মিলটন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী ও জেলা চালকল মালিক সমিতির সভাপতি লায়েক আলী বকুল। উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সাত্তার মন্ডল, এসএমও আব্দুর রহিম, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নন্দলার পার্শী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, কৃষক প্রতিনিধি আতাউর রহমান প্রমূখ। এবার জেলায় ৮হাজার ১৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্র ধার্য করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১হাজার ৭২ মেট্রিক টন, পাঁচবিবি উপজেলায় ২হাজার ২১৬ মেট্রিক টন, ক্ষেতলাল উপজেলায় ১হাজার ২৬১ মেট্রিক টন, কালাই উপজেলায় ১হাজার ৫০৯ মেটিক টন ও আক্কেলপুর উপজেলায় ১হাজার ১৫৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্রা ধার্য করা হয়েছে।
×