ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় গাড়ি চালককে দুই মাসের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫২, ১০ ডিসেম্বর ২০১৯

পটিয়ায় গাড়ি চালককে দুই মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া বাইপাইসে দ্রুতগতিতে ওভারটেক করার অভিযোগে এক গাড়ি চালককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সৌদিয়া সিল্কি পরিবহনের গাড়ি চালকের নাম মো. মোতালেব (৫২)। তিনি নারায়নগঞ্জ জেলার সোনাগাঁও সদরের মৃত মোসলেমের পুত্র। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান অভিযান চালিয়ে গাড়ি চালককে এই কারাদণ্ড দেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পটিয়া বাইপাসে দ্রুতগতি ও উল্টো পথে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বেড়েছে। বিষয়টি ইউএনও হাবিবুল হাসানের নজরে এলে তিনি মঙ্গলবার বেলা দুইটার দিকে পটিয়া বাইপাসে যান। ওই সময় কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমূখী সৌদিয়া সিল্কি পরিবহনের চেয়ারকোচ (চট্টোমেট্রো ব-১১-১১৬৭) রাস্তার ডিভাইডার ছেড়ে দ্রুত অন্য সাইডে যাচ্ছিল। ইউএনও হাবিবুল হাসান দেখতে গাড়িটি সিগন্যাল দেন। পরে সড়ক পরিবহন নতুন আইনে গাড়ি চালক মোতালেবকে আটকের পর ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান জানিয়েছেন, পটিয়া বাইপাইসে দুর্ঘটনার মূলক কারণ হচ্ছে দ্রুত গতিতে গাড়ি চালানো। গতি ও নিয়মনীতি মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমবে। ওভারটেক ও ডিভাইডার ছেড়ে অন্য সাইডে গাড়ি চালালোর দায়ে চেয়ারকোচ চালককে দুই মাসের দারাদণ্ড দেওয়া প্রদান করা হয়েছে।
×