ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নড়াইল মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ০৬:৪১, ১০ ডিসেম্বর ২০১৯

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নড়াইল মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে নড়াইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৯টায় শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে গণকবরে শ্রদ্ধাঞ্জলির মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি ও শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এ উপলক্ষে একটি বনার্ঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলায় নির্মিত মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আলোচনাসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে নড়াইল মুক্ত দিবসের আলোচনা সভায় নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুর রশিদ(রাজস্ব), ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান জিন্নাহ বক্তব্য রাখেন। এসময় মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, সাংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বিকালে চিত্রা থিয়েটারের আয়োজনে এনভায়রনমেন্ট থিয়েটার ও জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×