ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যাট ফাঁকি রোধে আসছে ইএফডি ও সফটওয়্যার

প্রকাশিত: ০৯:০৮, ১০ ডিসেম্বর ২০১৯

ভ্যাট ফাঁকি রোধে আসছে ইএফডি ও সফটওয়্যার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে যেভাবে শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে তুলনায় রাজস্ব আহরণ বাড়ছে না। নতুন প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বড় বড় অনেক প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকি দেওয়ায় প্রবণতায় রাজস্ব আহরণে বিরূপ প্রভাব পড়ছে। সেজন্য ভ্যাট ফাঁকি রোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ইলেকট্রনিক ফিসকাল ডিভাইজ (ইএফডি) বসানো, সফটওয়্যার তৈরি এবং নিরীক্ষা কার্যক্রম শক্তিশালী করাসহ নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে রাজস্ব আহরণ অনেকাংশে বাড়বে বলে মনে করছে সংস্থাটি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, ভ্যাট ফাঁকি রোধে ইএফডি ব্যবহার, ভ্যাটদাতা বড় প্রতিষ্ঠানের জন্য বিশেষ সফটওয়্যার তৈরি, ব্যাংকে ভ্যাট ফাঁকি বন্ধে সফটওয়্যার বসানো, বাৎসরিক অডিট, প্রিভেনটিভ কার্যক্রম সক্রিয়, এটি (অ্যাডভ্যান্স ট্যাক্স) বাধ্যতামূলক করা, নিরীক্ষা দফতরকে শক্তিশালী করার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে বড় ভ্যাটদাতা প্রতিষ্ঠানের জন্য এনবিআর বিশেষ ভ্যাট সফটওয়্যার তৈরি করেছে। কিছু কিছু প্রতিষ্ঠান এই সফটওয়্যারটি ব্যবহারের অনুমোদনও চেয়েছে। যেসব প্রতিষ্ঠানের মাসিক টার্নওভার ৫ কোটি টাকার উপরে তাদের এই সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এটি চালু হলে প্রতিষ্ঠানের বেচাকেনা, স্টক, পেমেন্টসহ যাবতীয় তথ্যাদি কম্পিউটারে সংরক্ষিত হবে। এছাড়া এই সফটওয়্যারের আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি নিরাপদ এবং অডিটিংয়ের মাধ্যমে যথাযথ ভ্যাটের হিসাব বের করতে উপযোগী। এটি চালু হলে কোনো তথ্য বিকৃত করা সম্ভব নয়।
×