ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পিআইবির কর্মশালা

পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে দেশ এখনও অনেক পিছিয়ে

প্রকাশিত: ১১:৫৯, ১১ ডিসেম্বর ২০১৯

পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে দেশ এখনও অনেক পিছিয়ে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের খাদ্য সঙ্কট এখন আর নেই। খাদ্য উৎপাদন বৃদ্ধি পাওয়ায় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে এখন খাদ্য রফতানি করছে। কিন্তু পুষ্টি নিরাপত্তার ক্ষেত্রে দেশ এখনও অনেক পিছিয়ে আছে। সরকার, গণমাধ্যম, দাতা সংস্থা এবং এনজিওসহ সকলের সমন্বিত উদ্যোগে খাদ্যের পাশাপাশি জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা করা জরুরী। মঙ্গলবার সকালে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির সেমিনার কক্ষে জাতিসংঘের ‘ফুড এ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং সেভ দ্য চ্রিলড্রেন’-এর সহযোগিতায় পিআইবি আয়োজিত সাংবাদিকদের অংশগ্রহণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তারা এইসব কথা বলেন। কর্মশালার সমাপনী বক্তব্যে পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, জনগণের মধ্যে পুষ্টি বিষয়ে সচেতন করা জরুরী। ভবিষ্যত প্রজন্মকে ভেজালমুক্ত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখতে হবে। তিনি খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক রিপোর্টিং উৎসাহিত করতে গণমাধ্যমকর্মীদের জন্য এ বিষয়ে ফেলোশিপ প্রবর্তনের জন্য উন্নয়ন অংশীদারদের আহ্বান জানান। কর্মশালায় খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও কৃষি পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক মোহাম্মদ বদরুল আরেফিন বলেন, বর্তমান সরকার জনগণের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। তিনি বলেন, প্রান্তিক মানুষের জন্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা একটু চ্যালেঞ্জিং বিষয়। কিন্তু আমরা আশা করছি, গণমাধ্যম, দাতা সংস্থা, এনজিওসহ সকল অংশীজনের সহযোগিতায় এবং সমন্বিত উদ্যোগে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সকলের জন্য পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত করতে পারব। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিষয়ক প্রোগ্রামের ম্যানেজার আশুন্তা টেসতা (অংংঁহঃধ ঞবংঃধ) বলেন, সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। তথ্য দেয়ার পাশাপাশি গণমাধ্যমকর্মীরা যদি জনগণকে পুষ্টি নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়।
×