ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে চুক্তি সই

প্রকাশিত: ১২:০০, ১১ ডিসেম্বর ২০১৯

স্বাস্থ্য খাতের উন্নয়নে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরে উন্নয়নকল্পে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) ও পিপিপি-এর একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি বাস্তবায়িত হলে দেশের কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস এবং বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে ডায়াগনস্টিক সেন্টারগুলো যথাযথভাবে পরিচালনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে। স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম-এর উপস্থিতিতে চুক্তিটিতে স্বাক্ষর করেন স্বাস্থ্য অধিদফতরের পক্ষে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, এডিবি’র পক্ষ থেকে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং পিপিপি’র পক্ষে প্ল্যানিং এ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন এর মহাপরিচালক মোঃ আবুল বাশার।
×