ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেনোসাইড কনভেনশনের ৭১তম বার্ষিকী

প্রকাশিত: ১২:০১, ১১ ডিসেম্বর ২০১৯

জেনোসাইড কনভেনশনের ৭১তম বার্ষিকী

জনকণ্ঠ ডেস্ক ॥ জেনোসাইড কনভেনশনের ৭১তম বার্ষিকী উদ্যাপন করেছে জাতিসংঘ। জাতিসংঘ সদর দফতরে সোমবার ‘গণহত্যা প্রতিরোধ ও এই অপরাধের শাস্তি প্রদান এবং গণহত্যার শিকার মানুষের মর্যাদা ও স্মরণসহ এই অপরাধ প্রতিরোধের আন্তর্জাতিক দিবস বিষয়ক কনভেনশনের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণীর অংশবিশেষ উদ্ধৃত করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, পৃথিবীর যে কোন প্রান্তে চলমান বা ভবিষ্যত যে কোন জেনোসাইডের প্রতিরোধ ও মোকাবেলার ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টার প্রতি আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আজ তা নবায়নের দিন।’ বাংলাদেশের ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা সংঘটিত হয়েছিল তা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, এটি ছিল মানব ইতিহাসের ভয়াবহতম গণহত্যার একটি। -বাসস
×