ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আজ দেশে ফিরছেন গর্বিত আরচাররা

প্রকাশিত: ১২:২৫, ১১ ডিসেম্বর ২০১৯

আজ দেশে ফিরছেন গর্বিত আরচাররা

স্পোর্টস রিপোর্টার ॥ নেপালে মঙ্গলবার পর্দা নেমেছে ১৩তম সাউথ এশিয়ান গেমসের। গেমস শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। তবে সবার দৃষ্টি রেকর্ড গড়া আরচারদের দিকে। গেমসের ১০ ডিসিপ্লিনের সবটিতেই স্বর্ণপদক জয়ী বাংলাদেশের গর্বিত আরচাররা দেশে ফিরছেন আজ সন্ধ্যায়। বাংলাদেশ বিমানযোগে (ফ্লাইট নং বিজি ৭০) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে রোমান সানা, ইতি খাতুন, সোমা বিশ্বাসদের। বাংলার বীরদের আগমন উপলক্ষে বাংলাদেশ আরচারি ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন বিমান বন্দরে অভ্যর্থনার আয়োজন করেছে। উল্লেখ্য, এসএ গেমসের আরচারিতে ১০টি স্বর্ণর পদক জয়ের মধ্যে দিয়ে গৌরবময় রেকর্ড গড়েছেন বাংলার তীরন্দাজরা। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) কোন আসরে নির্দিষ্ট একটি ডিসিপ্লিন থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি স্বর্ণপদক জয়ের রেকর্ড নিজেদের করে নিয়েছেন রোমান-ইতিরা। কাঠমান্ডু-পোখারার আসরে আরচারির রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে দশ ইভেন্টেই সেরা হয় বাংলাদেশ। সব মিলিয়ে দশটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ এসেছে আরচারি থেকে। স্বর্ণর পদকের হিসেবে এক আসরে নির্দিষ্ট একটি ইভেন্ট থেকে এর আগে বাংলাদেশকে সেরা সাফল্য এনে দিয়েছিল শূটিং। নিজেদের আঙিনায় ১৯৯৩ সালে হওয়া সেই আসরে ৭টি স্বর্ণপদক জিতেছিল শূটাররা।
×