ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ ম্যাচ পর জয়ের হাসি আর্সেনালের

প্রকাশিত: ১২:২৬, ১১ ডিসেম্বর ২০১৯

৯ ম্যাচ পর জয়ের হাসি আর্সেনালের

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম পরাশক্তি আর্সেনাল। কিন্তু দলটি চলতি মৌসুমে রীতিমতো খাবি খাচ্ছে। সব ধরনের প্রতিযোগিতায় টানা নয় ম্যাচ জয়হীন থাকার অগৌরবের রেকর্ড গড়েছে দলটি। এই লজ্জার পর অবশেষে জয়ের দেখা পেয়েছে গানার্সরা। ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে হওয়া ম্যাচে গানার্সদের হয়ে গোলগুলো করেন গ্যাব্রিয়েল মার্টিনেল, নিকোলাস পেপে ও পিয়েরে-এমেরিক আউবামেয়াং। এর আগে ওয়েস্টহ্যামের হয়ে প্রথমে গোল করেন এ্যাঞ্জেলো অগবন্না। এর ফলে লীগে টানা সাত ও সব প্রতিযোগিতা মিলে টানা নয় ম্যাচ জয়শূন্য থাকার পর জয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল। দলটি এর আগে শেষ জিতেছিল গত ৬ অক্টোবর। ওইদিন নিজেদের মাঠে বোর্নমাউথকে হারিয়েছিল ১-০ গোলে। আর অন্তর্র্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেয়া ফ্রেডি জানবার্গ তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেলেন। বর্তমানে ১৬ ম্যাচে পাঁচ জয় ও সাত ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠেছে আর্সেনাল। ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে থাকা লিচেস্টার সিটির পয়েন্ট ৩৮। ৩২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২৯ পয়েন্ট নিয়ে চার নম্বরে চেলসি। ম্যানচেস্টার ইউনাইটেড ও ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের পয়েন্ট সমান ২৪। তবে গোল ব্যবধানে এগিয়ে পঞ্চম স্থানে আছে আগের ম্যাচে সিটিকে হারানো ইউনাইটেড। জয় পেলেও প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত বেশ চাপেই ছিল আর্সেনাল। প্রথমার্ধের ৩৮ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ওয়েস্টহ্যাম। দলের পক্ষে গোলটি করেন এ্যাঞ্জেলো অগবন্না। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনাল ৬০ থেকে ৬৯ এই নয় মিনিটে তিন গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে। পিছিয়ে পড়ার পর ৬০ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলের গোলে সমতায় ফেরে গানার্সরা। এর মিনিট ছয়েক পরেই দলকে এগিয়ে দেন নিকোলাস পেপে। আর ৬৯ মিনিটে ওয়েস্টহ্যামের জালে শেষ পেরেকটি ঠুকে দেন পিয়েরে আউবেমায়েং। ম্যাচ সেরা হয়েছেন ১৮ বছর ১৭৫ দিন বয়সী টিনএজার গ্যাব্রিয়েল।
×