ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রথম দিনে বাংলাদেশের মান বাঁচালেন এলিনা, গৌরব, এসএ গেমসে পদকজয়ীদের সংবর্ধনার ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু

প্রকাশিত: ১২:২৬, ১১ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে মঙ্গলবার। শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। আসরের প্রথমদিনে পুরুষ ও মহিলা দুই বিভাগেই স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়দের ভরাডুবি হয়েছে। মঙ্গলবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুরুষ বিভাগে বাংলাদেশের গৌরব সিংহ বাদে ছয়জন প্রতিযোগীই হেরেছেন। আর মহিলা বিভাগে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাকি দুটির একটিতে ওয়াকওভার পেয়েছেন উর্মি আক্তার। শুধু মান রক্ষা করেছেন এলিনা সুলতানা। তিনি ২১-৭, ২১-৩ পয়েন্টে মালদ্বীপের রশিদ মাশাকে হারিয়ে শুভসূচনা করেছেন। মূল পর্বের পুরুষ বিভাগের লড়াইয়ে বাংলাদেশের পক্ষে জয় তুলেছেন গৌরব সিংহ। তিনি মালদ্বীপের হুসাইন জায়ানকে ২০-২২, ২১-১৩ ও ২১-১১ সেটে হারিয়ে মূল পর্বের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন। এর আগে সকালে শুরু হওয়া বাছাই পর্বের ১৪টি ম্যাচে স্বাগতিক বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, থাইল্যান্ড এর পুরুষ-মহিলারা অংশ নেয়। ৭টি পুরুষ ও ৭টি মহিলা বিভাগের বাছাই পর্বে বাংলাদেশের পুরুষ ৫টি ম্যাচে অংশ নেয়, তাতে পুরুষরা কোন জয় পায়নি। কিন্তু মহিলারা ৭টি ম্যাচের মধ্যে ২টি ম্যাচে জয় তুলে মূল পর্বের টিকেট হাতে নিয়ে নেয়। আজ মূল পর্বে অংশ নেবেন এলিনা আর উর্মি। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করে জাহিদ আহসান রাসেল বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা বিশ^জুড়ে সম্মানিত। বিজয়ের এই মাসে ব্যাডমিন্টনের এত বড় আয়োজন দেশের সম্মান আরও বাড়িয়ে দিয়েছে। বিজয়ের মাসে ১৯টি দেশের অংশগ্রহণে এ আসরের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। এ ছাড়া বিজয়ের মাসে ১৩তম এসএ গেমস নেপালে যারা দেশের জন্য পদক জিতে সম্মান বয়ে এনেছে তাদের বিশেষ আয়োজনে সংবর্ধনা দেয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই নির্দেশনা দিয়েছেন।’ সাংবাদিকদের প্রীতি ম্যাচে মিরপুর ক্রিকেটার্সের জয় স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার সকালে মিরপুরের ন্যাশনাল বাংলা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ক্রীড়া সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ। দেশের ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট সংবাদ কাভার করতে আসা সাংবাদিকদের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে রেস্ট অব ঢাকা দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে মিরপুর ক্রিকেটার্স। ১৫ ওভারের ম্যাচে আগে ব্যাট করে রেস্ট অব ঢাকা ১১.৩ ওভারে মাত্র ৫৯ রানেই গুটিয়ে যায়। জবাবে মিরপুর ক্রিকেটার্স ৭.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৬২ রান তুলে সহজ জয় ছিনিয়ে নেয়।
×