ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ১২:৩৪, ১১ ডিসেম্বর ২০১৯

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

কম্পিউটার ইঞ্জিনিয়ার ও প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ, সিলেট। মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ: তোমরা নিশ্চই জান বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। টেকনিক্যাল বিষয় বিদায় এটি সবার কাছেই একটু কঠিন মনে হয়। কিন্তু নিয়মিত চর্চা করলে এটি মোটেই কঠিন থাকবে না। ধারাবাহিক আলোচনায় আজ দ্বিতীয় অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো। (পূর্ববর্তী প্রকাশের পর) ৬১. সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোন্টি? ক. টঞঋ খ. ঝঞঋ গ. কো-এক্সিয়াল ক্যাবল ঘ. ফাইবার অপটিক ক্যাবল ৬২.একটি চ্যানেল দিয়ে ৩ সেকেন্ডে ৮১০০ টি স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইত কত? ক. ১৮০০ নঢ়ং খ. ২৭০০ নঢ়ং গ. ৫৪০০ নঢ়ং ঘ. ৬০০ নঢ়ং ৬৩. কোনটি সবচেয়ে দ্রুত গতির ডাটা ট্রান্সমিশন? ক. ব্রডব্যান্ড খ. ভয়েস ব্যান্ড গ. ন্যারো ব্যান্ড ঘ. লার্জ ব্যান্ড ৬৪.কীভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারাবিশ্বে ছড়িয়ে গেছে? ক. সমুদ্র তলদেশ দিয়ে খ. বায়ুর মধ্যে দিয়ে গ. মাটির নিচ দিয়ে ঘ. ভূ-উপগ্রহের মাধ্যমে ৬৫.তারের মধ্যে দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে যাকে বলা হয় ক. এটিনিউয়শন খ. বিকিরণ গ. ট্রান্সমিশন লস ঘ. প্রসেসিং সিস্টেম ৬৬.ডওগঅঢ টাওয়্যার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিয়ে পারে? ক. ১০ খ. ২০ গ. ৪০ ঘ. ৬০ নিচের চিত্রটি লক্ষ্য কর এবং ৬৭ ও ৬৮ নং প্রশ্নের উত্তর দাও : ৬৭. উদ্দীপক অনুযায়ী নেটওয়ার্ক তৈরিতে দরকার- র. হার রর. ক্যাবল ররর. গেটওয়ে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও রর ৬৮.উদ্দীপকের নেটওয়ার্ক সংগঠনটি বাস সংগঠনে রূপান্তর করলে- র. নতুন ডিভাইস সংযোজন সহজ হবে, রর. ডেটা ট্রানইমিশন দ্রুতগতি হবে ররর. অকার্যকর ডিভাইস সরিয়ে নেয়া সহজ হবে নিচের কোন্টি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও রর ৬৯.স্বল্প দূরত্বে নেটওয়ার্ক স্থাপনের জন্য কোনটি ব্যবহৃত হয় ? ক. বেতার তরঙ্গ খ. তার গ. উপগ্রহ ঘ. মাইক্রোওয়েভ ৭০.ওয়াইমেক্স কোন মোডে কাজ করে ? ক. হাফ-ডুপ্লেক্স খ. ফুল-ডুপ্লেক্স গ. ইউনিকাস্ট ঘ. ব্রডকাস্ট উত্তরপত্র: ৬১- ঘ , ৬২- খ, ৬৩- ক, ৬৪- ক, ৬৫- ক, ৬৬- ঘ, ৬৭- ক, ৬৮- খ, ৬৯- ক, ৭০- খ।
×