ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ হাসিনার নেতৃত্বে মাদক সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত দেশ উপহার দিতে চাই ॥ রাসেল

প্রকাশিত: ১৩:০২, ১১ ডিসেম্বর ২০১৯

শেখ হাসিনার নেতৃত্বে মাদক সন্ত্রাস জঙ্গীবাদমুক্ত দেশ উপহার দিতে চাই ॥ রাসেল

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল বলেছেন, সাউথ এশিয়ান গেমসে আমরা ১৯টি স্বর্ণপদক (গোল্ড) পেয়েছি। যা এ যাবত কালের সবচেয়ে বড় রেকর্ড। তিনি বলেন, আমরা ভবিষ্যতে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জঙ্গীবাদমুক্ত তরুণ সমাজ ও দেশ সকলের কাছে উপহার দিতে চাই। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর ইসদাইর এলাকায় পৌর ওসমানী স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদি ইমরান সিদ্দিকী ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার প্রমুখ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে পাঁচ উপজেলার পাঁচটি দল অংশগ্রহণ করে। ফাইনালে রূপগঞ্জ উপজেলাকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বন্দর উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিরা সাবেক জাতীয় ফুটবলারদের সম্মাননা ক্রেস্ট প্রদানসহ টুর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
×