ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আপন জুয়েলার্সের মালিকের ছেলেকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ১৩:১৪, ১১ ডিসেম্বর ২০১৯

আপন জুয়েলার্সের মালিকের ছেলেকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বনানীর বহুল আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের বিদেশ গমনে বাধা না দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মঙ্গলবার সংশ্লিষ্ট কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আদালতে সাফাতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান। এর আগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করা হয়। আইনজীবীরা জানিয়েছেন, চিকিৎসা শেষে সাফাত দেশে ফিরে আসবে। তবে তার অবর্তমানে মামলা কার্যক্রম চলবে।
×