ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাগুরায় চার ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৩:১৩, ১১ ডিসেম্বর ২০১৯

মাগুরায় চার ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা , মাগুরা ॥ মাগুরা পুলিশ মিজানুর রহমান (৫২), রাসেল মুন্সী (৩০) , আলমগীর ওরফে সান্টু (৩২), আলী হোসেন (৩২) নামে আন্ত:জেলা ডাকাতদলের সদস্য ৪ ডাকাতকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ৬টি দেশী অস্ত্র রামদা, তিনটি মোবইল ফোন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে আজ বুধবার দুপুরে মাগুরা সদর থানায় এক সাংবাদ সন্মেলনে মাগুরার সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র এতথ্য জানান । তিনি জানান, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে মাগুরা বিভিন্ন গ্রাম থেকে মিজানুর রহমান , রাসেল মুন্সী , আলমগীর ওরফে সান্টু , আলী হোসেন নামে ৪জন আন্ত:জেলা ডাকাতকে মাগুরার বিভিন্ন এলাকা আটক করেছে এবং তাদের কাছ থেকে ৬টি দেশী অস্ত্র দা , তিনটি মোবইল ফোন এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে তারা আন্এজলা ডাকাদলের সদস্য গ্রেফতারকৃতদের বাড়ি ফরিদপুর ও মাগুরার বিভিন্ন গ্রামে । এরা ২৬ অক্টোবর এবং ২ ডিসেম্বর ২০১৯ জেলার শালিখা ও শ্রীপুরে তিনটি ডাকাতি সংঘটিত করে। ৮জন ডাকাত এই ডাকাতিতে অংশ নেয়। এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হলে পুলিশ অভিযান চারিয়ে ৪জন ডাকাতকে গ্রেফতার করেছে। অন্য চারজনকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলছে। সংবাদ সন্মেলনে শ্রীপুর থানার ওসি মাহবুবুর রহমান , শালিখা থানার ওসি তরীকুল ইসলাম এবং মাগুরা সদর থানার ওসি সাইফুল ইসলাম ও বিবিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×