ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটের দুটি বদ্ধভূমিতে শহীদদের নাম ফলক স্থাপনের সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:৫৩, ১১ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটের দুটি বদ্ধভূমিতে শহীদদের নাম ফলক স্থাপনের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসের পূর্বে জয়পুরহাটের দুটি বদ্ধভূমি কড়ই-কাদিপুর ও পাগলা দেওয়ান বদ্ধভূমিতে শহীদদের নাম ফলক স্থাপনের লক্ষে শহীদদের নামের তারিকা যাচাই-বাছাইয়ের জন্য কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে তার সভাকক্ষে সভাপতি অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার আমজাদ হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি আমিনুল হক বাবুল, লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোল্লা সাছুল আলম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নন্দালাল পার্শী, সদর উপজেলা ইউনিট কমান্ডার আফছার আলী, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ প্রমূখ। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের পূর্বে ওই দুটি বদ্ধভুমিতে শহীদদের নামফলক স্থাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে নাম ফলক উম্মেচনের সিদ্ধান্ত হয়।
×