ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে ফসলের লাভজনক দাম প্রদানের দাবিতে কৃষকের মানববন্ধন

প্রকাশিত: ০৬:৫৪, ১১ ডিসেম্বর ২০১৯

দিনাজপুরে ফসলের লাভজনক দাম প্রদানের দাবিতে কৃষকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ধানসহ সকল ফসলের লাভজনক দাম প্রদান, জোরপূর্বক ২ মন ধানে ৭ কেজি ধান প্রদান বাতিল, পল্লী বিদ্যুৎ ও ভুমি অফিসের দূর্নীতি-হয়রানী বন্ধসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। বুধবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কৃষক সমিতির ব্যানারে এই মানববনন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলতাফ হোসাইন, দিনাজপুর জেলা শাখার সভাপতি বদিউজ্জামান বাদল, দয়রাম রায় প্রমুখ। বক্তারা বলেন, আমন ধান উঠলেও এখনও সঠিকভাবে কৃষকদের তালিকা করে ধান কেনা শুরু করেনি। ধান কিনতে দূর্নীতিরও খবর আসছে। তাছাড়া সকল কৃষিপন্যের লাভজনক দাম প্রদানে প্রশাসনিকভাবে কোন মনিটরিং করা হচ্ছে না। প্রতি ২ মন ধানে ৭কেজি করে বেশি নেয়া হচ্ছে। হাট-বাজারগুলোতে পন্যের খাজনার রেট নেই। এছাড়াও কৃষকদের পানি সেচের জন্য বিদ্যুৎ ও ভুমি অফিসে দূর্নীতি-হয়রানী করা হচ্ছে কৃষকদেরকে। প্রতিটি পদে পদেই কৃষকদেরকে হয়রানীর সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করা হয়। বক্তারা বলেন, দেশের খাদ্য চাহিদাসহ মূল চালিকাশক্তি কৃষি। কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার কারণে ফসল উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে।
×