ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সচেতন হোন সতর্ক থাকুন

প্রকাশিত: ০৮:৫৬, ১২ ডিসেম্বর ২০১৯

সচেতন হোন সতর্ক থাকুন

বর্তমান সময়ে পৃথিবী ও পৃথিবীর মানুষের জন্য বায়ুদূষণ একটি বড় হুমকি হিসেবে অবস্থান করছে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে দিন দিন যেন বায়ুদূষণ বেড়েই চলছে। আর যার ভয়ঙ্কর প্রভাব পড়ছে পৃথিবীর জীবজন্তু ও মানুষের উপর। জীবজন্তু ও মানুষেরা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বিশুদ্ধ বায়ুর পরিবর্তে দূষিত ও কার্বন যুক্ত বায়ু গ্রহণ করছে। ফলে তাদের শরীরে এজমাসহ বিভিন্ন ভয়ানক রোগ এসে বাসা বাঁধছে, কমে যাচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যার কারণে, মানুষ ও প্রাণীর স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে পতিত হচ্ছে। এখন বাংলাদেশে ধীরে ধীরে শীত কালের আগমন ঘটছে। শীতের হাওয়া যেন বইতে শুরু“করেছে দেশের আনাচে-কানাচে। কিন্তু এই শীতকালে বায়ুদূষণ যেন আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। অন্য ঋতুতে, বিশেষ করে বর্ষাকালে আবহাওয়া অনেকটা আর্দ্র থাকে তাই রাস্তার ধূলিকণাগুলো স্বাধীনভাবে বাতাসে ভেসে বেড়াতে পারে না। তখন কিছুটা হলেও বায়ু দূষণের হার কম থাকে। কিন্তু শীত কালে আবহাওয়া হয়ে উঠে শুষ্ক। যার কারণে রাস্তা ও কলকাতার ধুলো-বালি, ধোঁয়া যেন স্বাধীনভাবে উড়ে বেড়ানোর সুযোগ পায়। তাই শীতকালে বায়ু দূষণের হারও বেশি থাকে। আর একারনেই বায়ু দূষণের নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে মানুষকে শীতকালে আরও বেশি সতর্ক হওয়া উচিত। শীতের আগমনের কারণে আবহাওয়াজনিত রোগের ঝুঁকি আরও বেড়ে যায়। আর দূষিত বায়ু সেই ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়। বায়ু দূষণের ভয়ঙ্কর প্রভাব থেকে জনগণকে বাঁচাতে প্রথমেই সরকারকে এগিয়ে আসতে হবে। রাস্তাঘাট, কলকারখানা, কনস্ট্রাকশনে যে কাজগুলো হচ্ছে, সেগুলোর মাধ্যমে যাতে বায়ু দূষিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। ধুলো-বালি যাতে বাতাসে মিশে না যেতে পারে, সেই ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে পানি ব্যবহার করা যেতে পারে। যেসব স্থানে ধুলো-বালি বেশি উড়ে বেড়ায়, সেখানে পানি ছিটিয়ে রাস্তা কিছুটা ভেজা রাখা যেতে পারে। যেসব স্থানে রাস্তায় গর্ত রয়েছে, সেগুলো মেরামত করা যেতে পারে। সেই সঙ্গে সাধারণ মানুষদেরই সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। প্রথমত তাদের দ্বারা যাতে বায়ু দূষিত না হয়, সেদিকে যথাসম্ভব খেয়াল রাখতে হবে। ময়লা, আবর্জনা এখানে সেখানে ফেলা থেকে বিরত থাকতে হবে। ময়লা আবর্জনা পরিকল্পিতভাবে ফেলতে হবে, যাতে তা বায়ু দূষণের কারণ না হয়। আর দূষিত বায়ুর প্রভাব থেকে মুক্ত থাকতে প্রয়োজনে মুখে মাস্ক ব্যবহার করা যেতে পারে। যে সব স্থানে বায়ু দূষণের হার বেশি, সেসব স্থানে বেশি সতর্ক থাকতে হবে। পিসি কলেজ, বাগেরহাট থেকে
×