ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাদুকাটার তীর কেটে বালু বিক্রি ॥ হুমকির মুখে বাড়ি

প্রকাশিত: ০৯:০৩, ১২ ডিসেম্বর ২০১৯

যাদুকাটার তীর কেটে বালু বিক্রি ॥ হুমকির মুখে বাড়ি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ ডিসেম্বর ॥ তাহিরপুরের পাহাড়ী নদী যাদুকাটায় স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর দ্বারা তীর কেটে বালু অবাধে বালু বিক্রি করায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। সেইসঙ্গে প্রাচীন লাউড় রাজ্যের রাজধানীখ্যাত রাজারগাঁও ও হিন্দু সম্প্রদায়ের পণাতীর্থ ধাম হুমকির মুখে পড়েছে। তীর ও তীরবর্তী স্থান থেকে বালু উত্তোলন করায় নদীভাঙ্গনে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি। সংঘবদ্ধ ওই গোষ্ঠী কেবল নদী তীরই কাটছে না, তীরবর্তী ব্যক্তিমালিকানাধীন জমি থেকে জোরপূর্বকও বালু উত্তোলন করে বিক্রি করেছে। স্থানীয় বাদাঘাট ইউনিয়নের সাবেক এক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে তীর কেটে বালু বিক্রির অভিযোগ ভুক্তভোগীদের। পরিবেশ বিপর্যয় ও নদীভাঙ্গন রোধ এবং প্রাচীন লাউড় জনপদকে হুমকির মুখ থেকে বাঁচাতে যাদুকাটা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করে তীর কেটে বালু বিক্রি বন্ধের জন্য প্রশাসনের নিকট জোর দাবি এলাকাবাসীর। জানা যায়, ৭১ দশমিক ৪৯ হেক্টর জমি নিয়ে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর আওতাধীন ফাজিলপুর বালু মিশ্রিত পাথর মহালটির অবস্থান তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর ভারত সীমান্তবর্তী এলাকায়। মহাল থেকে বালু তুলে বিধি মোতাবেক কর্তৃপক্ষ নির্ধারিত সীমানার মধ্য থেকে বালু-পাথর উত্তোলন করার কথা থাকলে অধিক মুনাফার লোভে নিময়-কানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নদী তীর ও ব্যক্তি মালিকানাধীন জমি কেটে নৌকা বোঝাই করে দীর্ঘদিন ধরে বিক্রি করা হচ্ছে। চলতি মৌসুমেও নদীর পানি কমতে শুরু করার পর থেকে নদীর রাজারগাঁও, ইকরহাটিয়া, লাউড়েরগড়, ঘাঘটিয়া এলাকায় নদীর তীর কেটে বালু বিক্রি শুরু করেছে ওই প্রভাবশালী গোষ্ঠী। স্থানীয়রা জানান, প্রতিটি বাল্কহেড (স্টিলবডি) নৌকা থেকে ধারণক্ষমতা অনুসারে বালু উত্তোলনকারীরা আদায় করছেন দেড় হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা। অবৈধভাবে বালু উত্তোলনের পর বিক্রি প্রতিদিন হাতিয়ে নেয়া হচ্ছে কয়েক লাখ টাকা। ভুক্তভোগী লোকজন প্রতিকারের জন্য প্রশাসনের দারস্থ হওয়ার পর প্রশাসন আইনানুগ পদক্ষেপ নিলে দু-একদিন বন্ধ থাকার পর ফের শুরু হয় পাড় কেটে বালু বিক্রির উৎসব।
×