ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে সেতু ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৯:০৪, ১২ ডিসেম্বর ২০১৯

ঝালকাঠিতে সেতু ভেঙ্গে নদীতে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ ডিসেম্বর ॥ রাজাপুরে গাছ বোঝাই একটি নৌকার ধাক্কায় সেতু ভেঙ্গে সন্ধ্যা নদীতে পড়ে গেছে। সেতুটির মাঝখানের অংশ ভেঙ্গে নৌকার ওপর পড়লে গাছসহ নৌকাটিও ডুবে যায়। বুধবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের তালুকদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে রাজাপুর ও পিরোজপুরের কাউখালী উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় বাসিন্দা জানায়, ১৯৯১ সালে এলজিইডি বিভাগ ২২৫ বর্গফুট সেতুটি নির্মাণ করে। সকাল ৬টার দিকে গাছ বোঝাই একটি নৌকা সন্ধ্যা নদী দিয়ে যাওয়ার সময় সেতুর মাঝখানের পিলারে ধাক্কা লাগে। বিকট শব্দে সেতুটি ভেঙ্গে নৌকার ওপর পরে নদীতে ডুবে যায়। নৌকায় থাকা সুমন (৩৫) নামে এক যুবককে আহত অবস্থায় নদী থেকে উদ্ধার করেছে স্থানীয়রা। রাজাপুর ও পিরোজপুরের কাউখালী উপজেলার সংযুক্ত সেতুটি দুই উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। নদীর দুইপারে ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার থাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা চরম দুর্ভোগে পড়েছে। দুর্ঘটনার পর থেকে নৌকায় যাতায়াত করতে হচ্ছে নদীর দুই তীরের বাসিন্দাকে। সাতক্ষীরা সীমান্তে ২৬ লাখ টাকার সোনা উদ্ধার স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভারতে পাচারের সময় ভোমরা সীমান্ত থেকে ২৬ লাখ সাড়ে ৭ হাজার টাকা মূল্যের ৫৮৫ গ্রাম সোনাসহ সজীব হোসেন নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা। বুধবার দুপুরে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক সজীব হোসেন লক্ষিদাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বিজিবি জানায়, টহল দল সীমান্তে অভিযান চালিয়ে সজীব হোসেন নামের ওই চোরাকারবারিকে আটক করে। এরপর তার দেহ তল্লাশি করে ৫৮৫ গ্রাম সোনা জব্দ করা হয়।
×