ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিল ৫ হাজার শিক্ষার্থী

প্রকাশিত: ০৯:০৭, ১২ ডিসেম্বর ২০১৯

বাল্যবিয়ের বিরুদ্ধে শপথ নিল ৫ হাজার শিক্ষার্থী

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ ডিসেম্বর ॥ ‘বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনের শপথ’ গ্রহণ করেছে নেত্রকোনা সদরের পাঁচ সহ¯্রাধিক শিক্ষার্থী। বুধবার দুপুরে জেলা সদরের মোক্তারপাড়া মাঠে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথগ্রহণ ছাড়াও ওইদিন বাল্যবিয়ে বিরোধী মানববন্ধন, সচেতনতা বৃদ্ধিমূলক র‌্যালি ও গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করে স্থানীয় জেলা প্রশাসন। মুজিববর্ষকে সামনে রেখে ‘বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ’ ঘোষণার লক্ষ্যে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধনে স্থানীয় সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয়। সেখানে গণস্বাক্ষর সংগ্রহের পাশাপাশি চলে আলোচনা ও শপথগ্রহণ অনুষ্ঠান। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি এ্যাডভোকেট রাসেল আহমেদ খান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, নারীনেত্রী রেহানা সিদ্দিকী, তাহেজা বেগম, সৈয়দা বিউটি, নূরজাহান বেগম, কাজী সমিতির সভাপতি কামাল উদ্দিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী প্রমুখ।
×