ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিপু রাজাকারের ফাঁসি

রাজশাহীতে শহীদ পরিবারে স্বস্তি

প্রকাশিত: ০৯:০৮, ১২ ডিসেম্বর ২০১৯

রাজশাহীতে শহীদ পরিবারে স্বস্তি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহীর কুখ্যাত রাজাকার ও ছাত্র শিবিরের সাবেক নেতা চিহ্নিত যুদ্ধাপরাধী আবদুস সাত্তার ওরফে টিপু সুলতানের প্রাণদ- দেয়ার স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও হামলা-নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। রায়ের পর তারা সন্তোষ প্রকাশ করে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন। বুধবার দুপুরে রায় প্রকাশের পরপরই বহুল আলোচিত এই মামলায় আদালতে সাক্ষ্য দেয়া শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধারা রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার চত্বরে জড়ো হন। আদালতের রায়ে তারা আনন্দ প্রকাশ করেন। এ সময় আইনী প্রক্রিয়া শেষ করে রায়টি দ্রুত কার্যকরের দাবি জানান সাক্ষী দেয়া মুক্তিযোদ্ধারা। এ মামলার অন্যতম সাক্ষী মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান বলেন, আজকের এ রায়ে আমি আনন্দিত। কারণ প্রত্যাশিত রায় পেয়েছি। টিপু রাজাকার আইসিএসের সদস্য ছিল। এরা ছিল এলিট শ্রেণীর রাজাকার। রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পাশে মোসলেম শাহের বাড়িতে টিপু রাজাকারের ঘাঁটি ছিল। মুক্তিযুদ্ধে যোগ দিতে ১৯৭১ সালের ২৭ এপ্রিল আমি রাজশাহী ছাড়ি। যুদ্ধের সময় রাজশাহীতে রেকি করতে আসতাম। তখন টিপু রাজাকারের কর্মকা- সম্পর্কে জানতে পারতাম। সে নির্দিষ্ট হত্যাকা- ছাড়াও অনেক হত্যার সঙ্গে পরোক্ষভাবে জড়িত ছিল।
×