ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যাবিপ্রবি কর্মকর্তার বিয়ে প্রতারণা ॥ মামলা

প্রকাশিত: ০৯:০৮, ১২ ডিসেম্বর ২০১৯

যাবিপ্রবি কর্মকর্তার বিয়ে প্রতারণা ॥ মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার নাজির উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ আদালতে মামলা হয়েছে। বুধবার যশোর সদরের বাহাদুরপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সুরাইয়া ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র বিচারক শম্পা বসু অভিযোগটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে। নাজির উদ্দিন শহরের পুলিশ লাইন এলাকার আবু মুছার ছেলে। জানা গেছে, আসামি নাজির উদ্দিনের সঙ্গে সুরাইয়ার মোবাইল ফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। এরপর সুরাইয়াকে বিয়ের প্রলোভন দেখায়। গত ১৬ আগস্ট নাজির উদ্দিন শহরের পালবাড়ির একটি ভবনে নিয়ে সুরাইয়াকে একটি ফাঁকা কাবিননামায় স্বাক্ষর করিয়ে নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়। এরপর তারা স্বামী-স্ত্রী হিসেবে গত ২২ আগস্ট হানিমুনে যায়। স্বামী-স্ত্রী হিসেবে তারা হোটেলে রাত্রিযাপন করে। এরপর তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যেতে বললে নানা টালবাহানা শুরু করে। গত ৬ ডিসেম্বর তাকে বাড়িতে নিয়ে যেতে বললে বিয়ের কথা অস্বীকার করে চলে যায়।
×