ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলাপাড়ায় ১১ চিকিৎসকের যোগদান ॥ চিকিৎসার সঙ্কট কাটছে

প্রকাশিত: ০৪:৩৬, ১২ ডিসেম্বর ২০১৯

  কলাপাড়ায় ১১ চিকিৎসকের যোগদান ॥ চিকিৎসার সঙ্কট কাটছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়া হাসপাতালে নতুন ১১জন চিকিৎসক যোগদান করেছেন। এনিয়ে এখন কলাপাড়া উপজেলায় কর্মরত চিকিৎসকের সংখ্যা হলো ১৯জন। তবে এখনও ১৭ জন চিকিৎসকের পদ শুন্য রয়েছে। চিকিৎসক সঙ্কটে রোগীদের চিকিৎসা সেবা নিয়ে সমস্যার লাঘব হবে বলে জানালেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার। যারা নতুন যোগদান করলেন তারা হলেন, মেডিক্যাল অফিসার (ইএমও) মোঃ ইকবাল হোসেন, মেডিক্যাল অফিসার (এ্যানেস্থাঃ) মোঃ মাহমুদুর রহমান, মেডিক্যাল অফিসার (প্যাথঃ) মোঃ শাহীন হাওলাদার, সহকারী ডেন্টাল সার্জন ইসরাত জাহান, সহকারী সার্জন তনিমা পারভীন রুমা, অনুপ কুমার সরকার, মাইনুল ইসলাম, সাইমুন সুলতানা তালুকদার, সায়মা সুলতানা, শাকুরুজ্জামান ও মেডিক্যাল অফিসার মোঃ মাহমুদুল হাসান। বর্তমানে সাতটি ইউনিয়নে সাতজন চিকিৎসক পদায়ন করা হয়েছে। কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে ১১ জন এবং মহিপুরে একজন চিকিৎসক কর্মরত রয়েছেন। এর ফলে চিকিৎসক সঙ্কট অনেকটা কেটে গেছে। সাগরপারের মানুষের আশাবাদ এখন যথাযথ চিকিৎসা সেবা তারা পাবেন। স্বাস্থ্য বিভাগসুত্রে জানা গেছে, ১১ চিকিৎসক ১০ ডিসেম্বর যোগদান করেছেন।
×