ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাবনায় হাজার ও কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত

প্রকাশিত: ০৬:২০, ১২ ডিসেম্বর ২০১৯

  পাবনায় হাজার ও কণ্ঠে গাওয়া হলো জাতীয় সঙ্গীত

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বৃহস্পতিবার শীতের সকালে যেন লাল সবুজের মেলা বসে। হাজার হাজার শিক্ষার্থী,শিক্ষক ও সুধিজন একই সাথে সাড়িবদ্ধভাবে দাড়িয়ে গলা মিলিয়ে গেয়ে উঠেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। মহাণ বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনে জেলা পুলিশ ও পাঠশালা পাবনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে জাতীয় পতাকা হাতে হাজারও কণ্ঠের জাতীয় সঙ্গীত ও বিজয় উৎসবের এ বণাঢ্য আয়োজন করে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। অনুষ্ঠানে অতিথি ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ ড: মো: হুমায়ুন কবীর মজুমদার, পাবনা প্রেসক্লাব সভাপতি শিবজিৎ নাগ পাবনা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব,পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্বদ্যিালযের প্রক্টর প্রীতম কুমার দাস, শিল্পপতি আলী মর্তুজা সনি, শিল্পপতি রুহুল আমিন বিশ্বাস রানা। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন পাঠশালা সভাপতি রোটারিয়ান স্বাধীন মজুমদার। লাল সবুজের এ বণাঢ্য আয়োজনে শহরের স্কুল কলেজের হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সুধিজন অংশ নেন।
×