ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি : গাম্বিয়ার পক্ষে অংশ নেন আইনজীবী পল রাইখলার

প্রকাশিত: ০৬:২৩, ১২ ডিসেম্বর ২০১৯

 রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি : গাম্বিয়ার পক্ষে অংশ নেন আইনজীবী পল রাইখলার

অনলাইন রিপোর্টার ॥ নেদারল্যান্ডসের হেগে ‘ইন্টারন্যাশন্যাল কোর্ট অব জাস্টিস’ (আইসিজে)-এ তৃতীয় দিনের মতো রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু হয়েছে। গাম্বিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী পল রাইখলার। শুনানিতে তিনি বলেন, মিয়ানমারের আইনজীবী গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য সাতটি নির্দেশকের কথা বলেছেন। যা গাম্বিয়ার আবেদনেও রয়েছে। এগুলো মিয়ানমার অস্বীকার করেনি।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ শুনানি শুরু হয়। শুনানিতে গাম্বিয়ার পক্ষে আইনজীবী পল রাইখলার বলেন, আদালত নিশ্চয়ই একটি বিষয় লক্ষ্য করেছেন, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি আদালতে রোহিঙ্গা বিশেষণটি ব্যবহার করেননি। তিনি বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথা বলতে গিয়ে তাদের মুসলিম হিসেবে তুলে ধরেছেন। মিয়ানমারের আইনজীবী গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য সাতটি নির্দেশকের কথা বলেছেন। যা গাম্বিয়ার আবেদনেও রয়েছে। এগুলো মিয়ানমার অস্বীকার করেনি। আজ দুপক্ষের মধ্যে যুক্তি-তর্ক অনুষ্ঠিত হচ্ছে। এই অধিবেশন চলবে ৯০ মিনিট। এর আগে শুনানির প্রথম দিন বাদী পক্ষের বক্তব্য শোনা হয়। শুনানির দ্বিতীয় দিন মিয়ানমারের পক্ষে জবাব দেন দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি।
×