ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিলের চেষ্টা পুলিশী বাধায় পণ্ড

প্রকাশিত: ১১:০৬, ১৩ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিলের চেষ্টা পুলিশী বাধায় পণ্ড

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিচ্ছিন্ন বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। তবে পুলিশী তৎপরতায় রাজধানীতে বেশি লোক সমাগম করতে পারেনি। চোরাগোপ্তা মিছিল শেষে দ্রুত কেটে পড়ে নেতাকর্মীরা। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা যায়। এর বাইরেও অন্যান্য এলাকায় পুলিশের সতর্ক পাহারায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় পৃথক কর্মসূচী পালন করে। তবে পুলিশের ধাওয়ায় এসব বিক্ষোভ মিছিল বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুপুরে বাংলামোটর ও ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। বিক্ষোভ করেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা। তবে জনসমাগম কম হওয়ায় ও পুলিশের ধাওয়ায় দ্রুত মিছিল শেষ করে সটকে পড়ে অনেকেই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের নেতাকর্মীরা জড়ো হলেও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনে তারা মিছিল করতে পারেননি। এদিকে খালেদা জিয়ার জামিন শুনানির আগের দিন বুধবার রাজধানীর কয়েক জায়গায় যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে বৃহস্পতিবার সকাল থেকেই পুলিশ রাজধানীতে সতর্ক অবস্থান ছিল পুলিশ। এমনি কোর্ট প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনজীবীদের আদালতে প্রবেশেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এই নিরাপত্তা ব্যবস্থার ফাঁক গলিয়ে কোথাও কোথাও বিচ্ছিন্ন বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। নয়াপল্টনে পুলিশী পাহারার দুপুর দেড়টার দিকে তারা বাংলামোটরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মহানগর পশ্চিম ও মোহাম্মদপুর থানা বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়ার প্রতিবাদে হাইকোর্ট মাজার গেটের সামনে মিছিলের চেষ্টা করে নেতাকর্মীরা। এ সময় দুজনকে আটকও করা হয়। দুপুরে ১৫ থেকে ২০ নেতাকর্মী মিছিল বের করার চেষ্টা করলে পল্টন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ পাটোয়ারী ও পল্টন থানা ছাত্রদলের সাবেক নেতা ইব্রাহিম খলিলকে আটক করে পুলিশ। বিএনপি কার্যালয় পুলিশী ঘেরাও সর্বোচ্চ আদালতে দুর্নীতির মামলায় দ-িত কারাবন্দী খালেদা জিয়ার জামিন শুনানির কারণে বৃহস্পতিবার সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। সকাল আটটা থেকেই কার্যালয়ের সামনে ব্যাপকসংখ্যক পুলিশ, সাদা পোশাকের পুলিশও অবস্থান নেয়। এজন্য কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের কোন নেতাকর্মী জড়ো হতে পারেনি। এমনকি কার্যালয়ে ভেতরের কাউকে ঢুকতেও দেখা যায়নি। তবে সকাল দশটার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেন। সাড়ে এগারোটায় মহিলা দলের একদল নেতাকর্মী ফটকের ভেতরে দাঁড়িয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে সেøাগান দেয়। ডিএমপি রমনা বিভাগের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেয়া লিখে যাতে কেউ নাশকতা বা অপতৎপরতা চালাতে না পারে, সেজন্য আগে থেকেই পুলিশ ছিল সতর্ক অবস্থানে।
×