ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

খালেদার জামিন নিয়ে সরকারের কিছু করার নেই ॥ কাদের

প্রকাশিত: ১১:১৩, ১৩ ডিসেম্বর ২০১৯

খালেদার জামিন নিয়ে সরকারের কিছু করার নেই ॥ কাদের

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ শেখ হাসিনার আমলে বিচার বিভাগ পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। খালেদা জিয়ার মামলা দুর্নীতির মামলা। জামিন হবে কী না এটা আদালতের এখতিয়ার। এখানে সরকারের করার কিছু নেই। রাজনৈতিক মামলা হলে সরকারের কাছে আবেদন করলে সরকার বিবেচনা করতে পারত। এসব কথা বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘বিএনপি আইন মানেনা, আদালত মানেনা। বিচারের রায় মানেনা। আদালতের ওপর চাপ দিতে কোর্ট প্রাঙ্গণে হাঙ্গামা করে রণাঙ্গনে পরিণত করে।’ এই বিএনপির হাতে দেশ কি নিরাপদ থাকবে? বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে পরিণত হয়েছে। বিএনপি এখন পথ হারিয়ে দিশাহারা পথিকের মতো। বিএনপি দুর্বার আন্দোলন করে খালেদা জিয়াকে ম্ক্তু করতে চায়। বিএনপির আন্দোলনের হুমকিতে সরকার ভয় পায়না। এগারো বছর ধরে আন্দোলনের হাঁকডাক শোনা যাচ্ছে। বৃৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে এসে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সারা দেশে শুদ্ধি অভিযান চলছে। শেখ হাসিনার এই শুদ্ধি অভিযানে কে যে কখন আটকা পড়েন। দেখে শুনে সব দুর্নীতিবাজকে গ্রেফতার করা হবে, কেউ বাদ যাবেনা।’ আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়। কেউ পদ-পদবীকে ব্যক্তিগত তালুক ভাববেন না। জমিদারি শেখ হাসিনার আমলে চলবেনা। সুবিধাবাদীদের নিয়ে দল ভারি করবেন না। আওয়ামী লীগে অনেক নিবেদিত প্রাণ কর্মী আছে, বাইরের লোক ভাড়া করার দরকার নেই। কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে কাউন্সিলের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মির্জা আজম, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন। কাউন্সিলে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু ম-ল। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী। আদালতের বিষয়, আদালতেই ফয়সালা হবে ॥ মান্নান নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ থেকে জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়, আদালতেই ফয়সালা হবে। এ মামলা তত্ত্বাধায়ক সরকার আমলে করা মামলায় রায় হয়েছে। আদালতের রায় মানতে সবাই বাধ্য। কিন্তু সিনিয়র আইনজীবীরা রায় মানি না, মানবো না বলে এজলাস এলাকায় মিছিল করে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, কোন সভ্য দেশে এ অরাজক অবস্থা চলতে পারে না। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী বাণিজ্যমেলা ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
×