ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ...

প্রকাশিত: ১১:১৫, ১৩ ডিসেম্বর ২০১৯

সার্থক জনম আমার জন্মেছি এই দেশে ...

স্টাফ রিপোর্টার ॥ বিজয় উৎসবে রঙিন এখন শহর ঢাকা। বিজয়ের মাস উদ্্যাপনে চলছে নগরজুড়ে নানা আয়োজন। গান-কবিতায় প্রতিধ্বনিত হচ্ছে বাঙালীর বীরত্বগাথা। মাতৃভূমিকে শত্রুমুক্ত করা পূর্বপুরুষের প্রতি জানানো হচ্ছে শ্রদ্ধা-ভালবাসা। মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী সঙ্গীতের সুর ¯িœগ্ধতা ছড়িয়েছে যান্ত্রিক নগরে। বিজয় মাসের এমন আবহে বৃহস্পতিবার থেকে শুরু হলো আরেকটি চমৎকার আয়োজন। রবীন্দ্রনাথের গানে গানে সাজানো হয়েছে সে উৎসব। হেমন্ত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে দুই দিনব্যাপী সঙ্গীতানুষ্ঠানের সূচনা হয়। বিজয় দিবস উদযাপন ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজক বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার একাংশ। ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানে শুরু হয় অনুষ্ঠান। এরপর সম্মেলক কণ্ঠে উচ্চারিত হয় মাটি ও মায়ের প্রতি মমত্বগাথা। পতাকার লাল-সবুজে আবৃত শিল্পীরা কণ্ঠে তুলে নেন ‘ও আমার দেশের মাটি’ এবং ‘আমারও দেশের মাটির গন্ধে’ শীর্ষক রবীন্দ্রসঙ্গীত। উৎসবের উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবর। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন। মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের প্রেরণাদায়ী গানের ভূমিকা তুলে ধরে লিয়াকত আলী লাকী বলেন, রবীন্দ্রনাথ বাংলাদেশের মানুষের কাছে অপরিহার্য ব্যক্তিত্ব, প্রেরণার উৎস। জাতির মননের প্রতীক। মুক্তিযুদ্ধে তার গান বাংলাদেশের মানুষকে প্রেরণা যুগিয়েছে। সাহসে উজ্জীবিত করেছে রণাঙ্গনের যোদ্ধাদের। তাই তাকে অবলম্বন করে বিজয় উৎসবের আয়োজন খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে পুনরায় শুরু হয় পরিবেশনা পর্ব। একক কণ্ঠের গানে গানে এগিয়ে চলে সঙ্গীতাসর। উত্তম কুমার শর্মা পরিবেশন করেন ‘ওরে নূতন যুগের ভোরে’। কেয়া হায়দার শুনিয়েছেন ‘আমি কান পেতে রই’। সুফিয়া জাকারিয়া গেয়েছেন ‘আমি মারের সাগর’। কংকন চৌধুরী পরিবেশন করেন ‘তোমার খোলা হাওয়া’, মীরা ম-ল ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’, টিপ চৌধুরী ‘আমি তোমার প্রেমে’, সুস্মিতা ‘বাংলার মাটি বাংলার জল’, মামুন জাহিদ খান ‘সার্থক জনম আমার জন্মেছি এই দেশে’, মকবুল হোসেন ‘জয় হোক জয় হোক নব অরুণোদয়’, সাঈদা হোসেন ‘এই কথাটাই ধরে রাখিস’, খন্দকার আবুল কালাম ‘ফিরে চল মাটির টানে’, মাহবুবা কামাল ‘বুক বেধে তুই দাঁড়া দেখি’, রাবেয়া আক্তার ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, মতিউর রহমান ‘বাঁধ ভেঙে দাও’, স্বর্ণময়ী ম-ল ‘এবার তোর মরা গাঙে’, ছায়া কর্মকার ‘সংকোচের বিহ্বলতা’, রিতা মুসা ‘কতবার ভেবেছিনু’ ইত্যাদি গান গেয়ে শোনান শিল্পীরা। আজ শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়।
×