ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১১:১৬, ১৩ ডিসেম্বর ২০১৯

শাহজালালের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হচ্ছে আগামী ২৮ ডিসেম্বর। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এই টার্মিনাল হলে নতুন করে বছরে সেবা পাবেন অন্তত ১২ মিলিয়ন যাত্রী। বেবিচকের কোন কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (প্রশাসন) হাফিজুর রহমান, সদস্য (অর্থ) মিজানুর রহমান, সদস্য (নিরাপত্তা) শহীদুজ্জামান ফারুকী, সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর খালিদ হোসেন, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন জিয়াউল কবির, প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, শাহজালালের পরিচালক তৌহিদ উল আহসান, বেবিচকের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমসহ উর্ধতন কর্মকর্তারা। মফিদুর রহমান বলেন, আগামী ২৮ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামী চার বছরে এ টার্মিনালের কাজ সম্পন্ন হবে।
×