ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাইকারিতে পেঁয়াজের ব্যাপক দরপতন, খুচরায় সেভাবে কমছে না

প্রকাশিত: ১১:১৬, ১৩ ডিসেম্বর ২০১৯

পাইকারিতে পেঁয়াজের ব্যাপক দরপতন, খুচরায় সেভাবে কমছে না

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ সব ধরনের পেঁয়াজের পাইকারি বাজারমূল্য কেজিতে অর্ধেকেরও বেশি কমে গেছে। আড়তগুলোতে যে পরিমাণ পেঁয়াজের মজুদ লক্ষ্যণীয় সে পরিমাণ ক্রেতা নেই। ফলে পাইকারি বাজারমূল্যে ব্যাপক হারে দাম কমে যাচ্ছে। তবে পাইকারি বাজারে যে হারে কমছে, খুচরা বাজারে অনুরূপভাবে কমছে না। ধীরগতিতে হ্রাস পাচ্ছে। ভোগ্যপণ্যের একক বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের আড়তদারদের সূত্রে জানানো হয়েছে, বুধবার থেকে মূলত পেঁয়াজের ব্যাপক দরপতন ঘটেছে। মিয়ানমার হয়ে আমদানিকৃত চীনা পেঁয়াজ পাইকারি বাজারে কেজি প্রতি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিয়ানমারে উৎপাদিত পেঁয়াজ ৮০থেকে ৯০ টাকায়। যার সর্বোচ্চ মূল্য গিয়ে ঠেকেছিল ২শ’ টাকারও বেশি। অনুরূপভাবে মিসরের পেঁয়াজ বর্তমানে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ পেঁয়াজও ক্ষেত্র বিশেষে দ্বিগুণ দামে বিক্রি হয়েছে। বাজার সূত্র জানিয়েছে, চীন, মিসর ও মিয়ানমার থেকে আমদানির পেঁয়াজ প্রতিনিয়ত পৌঁছে যাচ্ছে। অনুরূপভাবে দেশে উৎপাদিত পেঁয়াজও বাজারে চলে এসেছে। ফলে বাজারে প্রতিদিন দরপতন ঘটছে। এছাড়া মান ভেদে বড় বড় পেঁয়াজ বৃহস্পতিবার সর্বোচ্চ ৫০ টাকায় বিক্রি হয়েছে, যা ইতিপূর্বে ১শ’ টাকা পর্যন্ত দর বৃদ্ধি পেয়েছিল এবং তা খুচরা পর্যায়ে দেড় শ’ টাকা পর্যন্ত উঠেছিল। চীনা পেঁয়াজের দর পতনের কারণে মিয়ানমারের পেঁয়াজ, তুরস্কের পেঁয়াজের দর ব্যাপকভাবে কমতে শুরু করেছে। খাতুনগঞ্জের হামিদউল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস জানিয়েছেন, তুরস্ক, মিয়ানমার ও চীন থেকে আমদানি ইতিপূর্বেকার তুলনায় দ্বিগুণ হারে বেড়েছে। তবে সে তুলনায় ক্রেতা নেই।
×