ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু বিপিএলে আজ মুখোমুখি সিলেট-রাজশাহী ও ঢাকা-কুমিল্লা

ঢাকা ও সিলেটের ঘুরে দাঁড়ানোর লড়াই

প্রকাশিত: ১২:১৭, ১৩ ডিসেম্বর ২০১৯

ঢাকা ও সিলেটের ঘুরে দাঁড়ানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) শুরুটা বাজে রকমের হার দিয়ে হয়েছে ঢাকা প্লাটুনের। মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবালের দল রাজশাহী রয়্যালসের কাছে হেরে যায় ৯ উইকেটের বড় ব্যবধানে। আর সিলেট থান্ডারও ৫ উইকেটের হার দিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। আজ এই দুই দলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নতুন দুই প্রতিপক্ষ যারা জয় দিয়ে শুরু করেছে। দিনের প্রথম ম্যাচে বেলা ২টায় সিলেট মুখোমুখি হবে রাজশাহী রয়্যালসের। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিরুদ্ধে নামবে ঢাকা। সরকারী ছুটিরদিন হওয়াতে আজ বিপুল দর্শক উপস্থিতিও আশা করা যাচ্ছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দলীয় শক্তিমত্তায় কোনভাবেই পিছিয়ে ছিল না রংপুর রেঞ্জার্স। বরং কুমিল্লার চেয়ে বোলিং আক্রমণ অনেক বেশিই সমৃদ্ধ ছিল রংপুরের। তবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, লুইস গ্রেগোরি, জুনাইদ খান ও মোহাম্মদ নবিকে নিয়ে গড়া সেই দারুণ বোলিং আক্রমণকে একাই দুমড়ে-মুচড়ে দিয়েছেন কুমিল্লার অধিনায়ক শ্রীলঙ্কার দাসুন শানাকা। অবিশ্বাস্য এক বিধ্বংসী ইনিংসে তিনি দলের সংগ্রহটাকে বিশাল করেছেন। তাতেই মনোবল হারিয়ে বাজেভাবে হেরে গেছে রংপুর। শানাকা তা-বের পর বল হাতে আল-আমিন হোসেন, মুজিব উর রহমান, সৌম্য সরকার ও সানজামুল ইসলামরা উজ্জীবিত হয়ে বোলিং করেছেন। ১০৫ রানের বিশাল জয় পেয়ে আজ তাই ফুরফুরে মেজাজ নিয়েই খেলতে নামবে কুমিল্লা। টানা দ্বিতীয় জয় পেতেও আত্মবিশ্বাসী তারা। তবে এরপরও দলের ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার বিষয়টি গুরুত্বের সঙ্গেই বলেছেন ইংলিশ ওপেনার ডেভিড মালান। কারণ শানাকা ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। তিনি বলেন, ‘আমাদের পরবর্তী ম্যাচ ঢাকার বিপক্ষে। কাগজে-কলমে ঢাকা খুবই ভাল দল এবং তাদের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। তাই গত ম্যাচের তুলনায় আমাদের ব্যাটিংটা আরও ভাল করতে হবে। প্রথম ম্যাচে আমাদের অধিনায়ক অসাধারণ খেলেছে। সে দলের রান ১৭৩ করেছে। ঢাকার বিপক্ষে দলের বাকি ব্যাটসম্যানদেরও ভাল করতে হবে। ‘আমরা খুব একটা ভাল খেলিনি, তবু জিতেছি এটা ভাল দিক।’ তাদের প্রতিপক্ষ ঢাকা অবশ্য প্রথম ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে। ঢাকার বোলিং এ্যাটাক নিয়ে মালান প্রশংসা করলেও রাজশাহীর ব্যাটসম্যানরা তুলোধুনো করেছেন তাদের। হারের পর অবশ্য সব ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন ঢাকার অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘টুর্নামেন্টটা অনেক বড়, এখনও অনেক সময় আছে। বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার এসে মানিয়ে নিতে সময় লাগে। দুই তিনটা ম্যাচ গেলেই সব ঠিক হয়ে যাবে। কালকেই (আজ) যেহেতু ম্যাচ তাই বেশি চিন্তা করার সময় নেই। যে ভুলগুলো হয়েছে সেটা ঠিক করে, যেখানে ভাল করা উচিত ছিল সেখানে ভাল করতে হবে।’ ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে। দিনের প্রথম ম্যাচে আজ বেলা ২টায় নামবে সিলেট। দিনের আলোয় আগের ম্যাচটি খেলে তারা হেরেছে ৫ উইকেটে। নিশ্চিতভাবেই প্রয়োজনীয় রান তুলতে পারেনি তারা। মোহাম্মদ মিঠুন ও জনসন চার্লস ব্যতীত আর বড় ইনিংস আসেনি সিলেটের কারও ব্যাট থেকে। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে আজ তাদের আরেকটু বড় পরীক্ষাই দিতে হবে। কারণ প্রতিপক্ষ রাজশাহী প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ঢাকাকে। লিটন কুমার দাস ও মোহাম্মদ শাহজাদকে নিয়ে কোচ ওয়াইজ শাহ যে প্রত্যাশা করেছিলেন তা পূরণ হয়েছে। ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিল তারা দারুণ বোলিংয়ের পাশাপাশি। দলের অধিনায়ক আন্দ্রে রাসেলই মূলশক্তি ব্যাটিংয়ের। কিন্তু তাকে নামতেই হয়নি। আজ দ্বিতীয় আরেকটি জয় পেতেই আত্মবিশ্বাসী রাজশাহী।
×