ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অসমে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ, গুলিতে নিহত ২

প্রকাশিত: ১২:৪১, ১৩ ডিসেম্বর ২০১৯

অসমে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ, গুলিতে নিহত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠা অসমের গুয়াহাটিতে পুলিশের গুলিতে অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ। খবর এনডিটিভির। বুধবার রাতে পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পরই সেখানে কার্ফু জারি করা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কার্ফু ভেঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসার পরই গুলিতে এ মৃত্যুর ঘটনা ঘটল। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভারতের বিমানঘাঁটির কাছের একটি শহরে বিক্ষোভকারীরা এক পোস্ট অফিসসহ সরকারী সম্পত্তি জ্বালিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল এবং কেন্দ্রীয়মন্ত্রী রামেশ্বর তেলির বাড়িতেও হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। অসমের চারটি রেলওয়ে স্টেশনেও বিক্ষোভকারীরা ভাঙচুর করাসহ আগুন দেয়ার চেষ্টা চালিয়েছে। এ গোলযোগ, বিশৃঙ্খলায় রেল চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীরা। উত্তর-পূর্ব ভারতের অন্যান্য জায়গাতেও অস্থিরতা ছড়িয়ে পড়েছে। অসম ও ত্রিপুরায় রেল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি গুয়াহাটি ও ডিব্রুগড়ে বহু ফ্লাইট বাতিল হয়েছে। বুধবারই অসমের ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা আরও ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হওয়া চারটি এলাকায় সেনা মোতায়েন করা হয়। এক বিজেপি নেতার বাড়িতে বিক্ষোভকারীরা হামলার পর গুয়াহাটি ও ডিব্রুগড়ে কার্ফু জারি হয়। ছাত্র সংগঠনের ডাকা প্রথমদিককার বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও পরে এতে বহু মানুষ যোগ দেয়ার তা ভয়াবহ রূপ নিয়েছে। সহিংসতা ছড়িয়ে পড়ায় গুয়াহাটির পুলিশ কমিশনার দীপক কুমারকে সরিয়েছে সরকার। বদলি করা হয়েছে অসমের এডিজি কেও। (আগের খবর ৭-এর পাতায়)
×