ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীর সড়ক ধুলামুক্ত রাখবে ১৪ গাড়ি

প্রকাশিত: ০৯:২১, ১৪ ডিসেম্বর ২০১৯

 রাজধানীর সড়ক ধুলামুক্ত  রাখবে ১৪ গাড়ি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সড়কগুলো ধুলামুক্ত রাখবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ১৪টি গাড়ি। এরমধ্যে নয়টি গাড়ি কেনা হয়েছে। আরও পাঁচটি গাড়ি শীঘ্রই এ বহরে যুক্ত হবে। সম্প্রতি রাজধানীর নগর ভবনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মেয়র বলেন, শুষ্ক মৌসুমে প্রতিদিন দুই বেলা করে নগরীর ৫০ কিলোমিটার প্রাইমারি সড়কের ধুলা পানি দিয়ে ধৌতকরণের কাজ চলবে। নয়টি গাড়ি দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। শীঘ্রই আরও পাঁচটি গাড়ি বহরে যুক্ত হবে। তিনি আরও বলেন, ধুলার কারণে নারী, পুরুষ, বিশেষ করে শিশুদের শ্বাসকষ্টজনিত নানা সমস্যা দেখা দেয়। সে কারণে শিক্ষাঙ্গনগুলোর সামনের সড়ক, নির্মাণাধীন বড় বড় ভবনের সামনের সড়ক পানি দিয়ে ধোয়া হবে।
×