ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নগরী থেকে হারিয়ে যেতে বসেছে লেপ-তোষক

প্রকাশিত: ০৯:২২, ১৪ ডিসেম্বর ২০১৯

  নগরী থেকে হারিয়ে যেতে বসেছে লেপ-তোষক

স্টাফ রিপোর্টার ॥ ‘মাঘের শীতে বাঘ কাঁপে’ প্রবাদ বাক্যটি সত্যি হয়ে ধরা দেয় না শহুরেদের কাছে। তবুও শীত মোকাবেলার প্রস্তুতি হিসেবে অনেকে কিনে রাখেন লেপ- তোষক। আবার কেউ করেন পুরনোগুলোর পুনঃমেরামত। একজন মানুষ যদি আট ঘণ্টা ঘুমায়, তাহলে তার জীবনের তিন ভাগের একভাগ সময় কাটে বিছানায়। বিছানাকে আরামদায়ক করতে তাই সবার চেষ্টা থাকে। একসময় ধুনকরদের (লেপ-তোষক কারিগর) দিয়ে লেপ-তোষক তৈরি করার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। এখন বাজার দখল করছে আধুনিক কারখানায় মেশিনে তৈরি জাজিম বা ম্যাট্রেস। তারপরও শীতের আমেজের সঙ্গে সঙ্গে কার্তিক মাসের শুরু থেকেই ব্যস্ততা বেড়ে যায় ধুনকরদের। কেউ দোকানে আবার কেউ পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন। চকবাজারের চিটাগাং ম্যাট্রেস হাউজের কর্ণধার আবু তালেব বলেন, আগে দিন-রাত কাজ করেও গ্রাহকদের কাছে লেপ-তোষক পাঠানো দুঃসাধ্য হয়ে যেতো। আর এখন তেমন কাজ নেই। মাঝেমধ্যে দুয়েকটা অর্ডার আসে। পুরোপুরি প্রক্রিয়া সম্পন্ন হলে সেই তুলা ঢোকানো হয় নানান রঙের কাপড়ের তৈরি লেপ-তোষকের কভারে। এরপর শুরু হয় সুঁই-সুতোর কাজ।
×