ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভূমি রেজিস্ট্রেশনে ভোগান্তি বাড়ছে ঠাকুরগাঁওয়ে

প্রকাশিত: ০৯:২২, ১৪ ডিসেম্বর ২০১৯

 ভূমি রেজিস্ট্রেশনে ভোগান্তি বাড়ছে ঠাকুরগাঁওয়ে

স্টাফ রিপোর্টার ॥ ভূমিদস্যুদের দৌরাত্ম্য আর যুগোপযোগী নীতি না থাকায় ভূমি রেজিস্ট্রেশনে ভোগান্তি বাড়ছে ঠাকুরগাঁওয়ে। আংশিক খাজনা পরিশোধ করে রেকর্ডের ফটোকপি দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছে জমি। ফলে এক জমি বিক্রি হচ্ছে বহুবার। এতে দিনে দিনে বাড়ছে মামলা জটও। বিশ্লেষকরা বলছেন, পারিবারিক সম্পত্তি বণ্টনের পর জমি হস্তান্তর করলে সমস্যার সমাধান হবে। সিএস খতিয়ানে প্রাপ্য অংশের উল্লেখ থাকলেও এসএ খতিয়ানে আছে শুধু মালিকদের নাম। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে কিছু অসাধু লোক। ওয়ারিশদের কাছ থেকে নামমাত্র মূল্যে জমি কিনে তা দিয়ে সঙ্কট সৃষ্টি করছেন তারা। ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার আবু তালেব সরকার বলেন, জমির কাগজ এবং খাজনা পরিশোধ থাকলে হস্তান্তর করা হয়, বাস্তবে জমি দেখা সম্ভব না। ওয়ারিশ বেশি হলে সম্পত্তি বণ্টন করে হস্তান্তর করলে তা জাল করার সুযোগ থাকবে না। রাজস্ব কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আইনের ধারা এমনভাবে পরিবর্তন দরকার যাতে জনগণ কাক্সিক্ষত সেবাটি কোন ধরনের বাধা ছাড়াই পেতে পারেন। খতিয়ানের ধারাবাহিকতায় ত্রুটি এবং প্রচলিত আইনের ধারা পুরোনো হওয়ায় সেবা প্রদানে সমস্যা হচ্ছে। সমসাময়িক বিষয়গুলো মাথায় রেখে আইনের ধারা পরিবর্তন দরকার। এছাড়া সেবাদানের ৩ প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আনা গেলে সঙ্কট অনেকটাই কমে যাবে।
×