ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মিহির রঞ্জন তালুকদার;###;কম্পিউটার ইঞ্জিনিয়ার ও ;###;প্রভাষক-বালাগঞ্জ ডিগ্রি কলেজ;###;বালাগঞ্জ, সিলেট।;###;মোবাইল : ০১৭১২৪৮৭৪৪৮

একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ১১:৫৮, ১৪ ডিসেম্বর ২০১৯

একাদশ-দ্বাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

(পূর্ব প্রকাশের পর) নিচের উদ্দীপকটি পড় এবং ৫১ ও ৫২নং প্রশ্নের উত্তর দাও : শুধুমাত্র তার দিয়ে ১০টি কম্পিউটার নিয়ে একটি ল্যাবে নেটওয়ার্ক তৈরি করা হলো। একদিন একটি কম্পিউটার নষ্ট হওয়ায় সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে যায়। ৫১. উদ্দীপকে কোন ধরণের টপোলজির কথা বলা হয়েছে? ক. বাস খ. স্টার গ. রিং ঘ. মেশ ৫২. উদ্দীপকের সমস্যা সমাধানে করণীয় হলো- i. ট্রান্সমিশন মাধ্যমের পরিবর্তন ii. টপোলজির পরিবর্তন iii. সুইচ সংযোজন নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৩. নিচের কোনটি Wi-Fi Standard নির্দেশ করে? ক. IFEE802.11 খ. IFEE802.12 গ. IFEE802.15 ঘ. IFEE802.16 ৫৪. অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়- i. কাঁচ ii. প্লাস্টিক iii. ইস্পাত নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৫. একটি বইয়ের মূল্য বাইনারিতে ১০০১০১১ হলে দশমিকে কত হবে? ক. ৭০ খ. ৭৫ গ. ৭৮ ঘ. ৮০ ৫৬. কোন ডিভাইস হাফ-ডুপ্লেক্স মোডে ডেটা আদান-প্রদান করা হয়? ক. রেডিও খ. মোবাইল ফোন গ. ওয়াকিটকি ঘ. কম্পিউটার ৫৭. দশমিকে 94 হলে হেক্সাডেসিমেল হবে- ক. 6F খ. 6E গ. 5F ঘ. 5E নিচের উদ্দীপকটি পড় এবং ৫৮ ও ৫৯নং প্রশ্নের উত্তর দাও : হাবিব আগে ওয়াই ফাই-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করত কিন্তু ওয়াই ফাই ব্যবহারে কিছু অসুবিধার কারণে বর্তমানে ওয়াই ম্যাক্স ব্যবহার করে। ৫৮.হাবিব পরবর্তী নেটওয়ার্ক ব্যবহারে অসুবিধা হলো- i. ব্যবহারকারী অধিক ii. স্পিড ধীর গতি সম্পন্ন iii. সিকিউরিটি ব্যবস্থা দুর্বল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. iও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৫৯. হাবিবের বর্তমান টেকনোলজি ব্যবহারের যৌক্তিকতা হলো- i. অধিক মান সম্মত ii. অধিক নিরাপত্তা সুবিধা সংবলিত iii. ওয়ার্ক স্টেশনের সংখ্যা বেশি হলেও সমস্যায় না পড়া নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৬০.ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কত ভাগে ভাগ করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ উত্তরপত্র ৪১- ঘ , ৪২- ক, ৪৩- খ, ৪৪-ঘ, ৪৫- ঘ , ৪৬- ক, ৪৭- ক, ৪৮- খ, ৪৯- ক, ৫০- ঘ, ৫১- গ, ৫২- গ, ৫৩- ক, ৫৪- ঘ, ৫৫- খ, ৫৬- গ, ৫৭- ঘ, ৫৮- খ, ৫৯- খ, ৬০-খ।
×