ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত সফর স্থগিত করলেন শিনজো আবে

প্রকাশিত: ১২:৪৭, ১৪ ডিসেম্বর ২০১৯

ভারত সফর  স্থগিত  করলেন  শিনজো আবে

জনকণ্ঠ ডেস্ক ॥ নাগরিকত্ব সংশোধন বিল পাসের প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চল বিশেষ করে অসম রাজ্য। এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের জন্য পূর্ব নির্ধারিত ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার। দেশটির বৈচিত্র্য বিষয়ে ধারণা দিতে ১৫ ডিসেম্বর থেকে অসমেই জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যাম্পেনে যাওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। সাম্প্রতিক বছরগুলোতে জাপান আসামের অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করে চলেছে। শিনজো আবের সফর বাতিল প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার এক টুইটবার্তায় জানান, উভয় পক্ষ থেকেই জাপানের প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ভারত সফর স্থগিত করা হয়েছে।
×