ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে গত ২২ বছরের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

প্রকাশিত: ২৩:৪৮, ১৪ ডিসেম্বর ২০১৯

ডিসেম্বরে গত ২২ বছরের মধ্যে দিল্লিতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

অনলাইন ডেস্ক ॥ ডিসেম্বরে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যা ২৪ ঘণ্টায় ২২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। শীত মৌসুমের শুরুতে বৃষ্টিতে জনসাধারণের কিছুটা ভোগান্তি হলেও এতে তাপমাত্রা ও বায়ুদূষণ কমে যাওয়ায় অন্যদিকে ছিলো স্বস্তিরও। শুক্রবার (১৩ ডিসেম্বর) দিল্লির সফদারজাং পর্যবেক্ষণ কেন্দ্র ৩৩ দশমিক ৫ মিলিমিটার (বিকেল সাড়ে ৫টা পর্যন্ত) বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর আগে ১৯৯৭ সালের ডিসেম্বরের কোনো একদিনে ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে ৯৬ বছর আগে ১৯২৩ সালের ৩ ডিসেম্বর দিল্লিতে সর্বকালের সর্বোচ্চ ৭৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অন্যদিকে পালাম আবহাওয়া অধিদফতর একই সময়ে ৪০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার তথা জানিয়েছে। যা ১৯৬৭ সালের ৩ ডিসেম্বর হওয়া ৩৩ দশমিক ৭ মিলিমিটারের চেয়ে বেশি। এদিকে শুক্রবারের বৃষ্টিতে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। এছাড়া বৃষ্টির সঙ্গে মৃদু-মন্দ বাতাসও দিল্লির বায়ুর মান উন্নতিতে ভূমিকা রাখবে। একইসঙ্গে দুইদিন ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
×