ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার সতর্কতা জারি

প্রকাশিত: ০৯:২৭, ১৫ ডিসেম্বর ২০১৯

ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডার সতর্কতা জারি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসম, ত্রিপুরা, মেঘালয়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা এসব রাজ্য ভ্রমণে সতর্কতা জারি করেছে। বিশেষ প্রয়োজন ছাড়া এই রাজ্যগুলো ভ্রমণ না করতে পরামর্শ দিয়েছে এ দেশগুলো। গার্ডিয়ান। বৃহস্পতিবার রাতে নাগরিক বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পরই দেশের আইনে পরিণত হয়েছে এই বিল। এরপর থেকেই উত্তর-পূর্বাঞ্চলে সহিংসতা আরও বেড়েছে। প্রতিবাদের আগুনে বেশি জ্বলছে অসম ও ত্রিপুরা। অসমের গুয়াহাটিতে অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে। স্থগিত রাখা হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস সেবা। এমন পরিস্থিতিতে এসব রাজ্য ভ্রমণের সময় গাড়িতে ভাংচুর চালানো হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আমেরিকা, ব্রিটেন ও কানাডা। আর তাই এসব রাজ্যে ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকার চলতি সপ্তাহের শুরুতে বিতর্কিত নাগরিকত্ব আইন দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলোর ওপর চাপিয়ে দেয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াহাটি। বহু মানুষ এই আইনের ফলে হারিয়েছেন তাদের দীর্ঘদিনের নাগরিকত্ব। ফলে বিক্ষোভের আঁচে পুড়েছে বহু সরকারী সম্পত্তি, গাড়ি। মশাল মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। এরই মধ্যে সেখানে পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে।
×