ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

প্রকাশিত: ০৯:২৮, ১৫ ডিসেম্বর ২০১৯

ইমরান খানের ভাতিজাকে খুঁজছে পুলিশ

পাকিস্তানে একটি হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনায় প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা হাসান নিয়াজীকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজি (পিআইসি) হাসপাতালে বুধবার কয়েক শ’ আইনজীবীর ওই হামলায় হাসান অংশ নেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। বিবিসি। পুলিশ বলছে, হাসানকে ধরতে তার লাহোরের বাড়িতে কয়েকদফা হানা দিয়েও তাকে পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে প্রধানমন্ত্রীর এ ভাতিজা এখন পালিয়ে বেড়াচ্ছেন বলেই অনুমান করা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে বিরোধের জেরে পিআইসিতে আইনজীবীদের ওই হামলা-ভাংচুরের ঘটনায় এক নারীসহ হাসপাতালটির অন্তত তিন রোগীর মৃত্যু হয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিগুলোতে স্যুট-টাই পরিহিত আইনজীবীদের হাসপাতালের কর্মীদের মারধর এবং ভাংচুর চালাতে দেখা গেছে। বিক্ষোভের মুখে অমিতের শিলং যাত্রা বাতিল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলের জেরে চলমান বিক্ষোভের মুখে শিলং সফর বাতিল করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার মেঘালয়ের শিলং সফরের কর্মসূচী ছিল অমিতের। একই সঙ্গে বাতিল করা হয়েছে তার সোমবারের অরুণাচল প্রদেশের সফরও। এনডিটিভি। রবিবার শিলং এ নর্থ-ইস্ট পুলিশ একাডেমিতে এক পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল অমিতের। এরপরের দিন অরুণাচলের টোয়াংয়ে এক অনুষ্ঠানেও উপস্থিত থাকার কর্মসূচী ছিল তার। বাতিল করা সফরের বদলে শনিবার নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ড সফর করবেন অমিত সাহা। দেশটিতে নাগরিকত্ব আইন (সংশোধিত) পাস হওয়ার পর থেকে বিক্ষোভে ফুঁসছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো।
×