ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রেল আধুনিকায়নে কাজ চলছে ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ১১:১৫, ১৫ ডিসেম্বর ২০১৯

রেল আধুনিকায়নে কাজ চলছে ॥ রেলমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী অন্য খাতের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠায় রেলকে আধুনিকায়নে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। একই সঙ্গে রেলওয়েকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে ও নিম্ন পদের কর্মকর্তা-কর্মচারীদেরও বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। শনিবার রাজধানীর রেল ভবনের সম্মেলন কক্ষে রেলওয়ে স্টেশন মাস্টার ও স্টেশন স্টাফদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রেলমন্ত্রী। এ সময় মন্ত্রী কর্মকর্তাদের রেলের উন্নয়নে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ শামসুজ্জামানসহ রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের উদ্দেশে মন্ত্রী বলেন, এক সময় রেলওয়েতে হতাশা সৃষ্টি হয়েছিল। পাশের দেশ অনেক এগিয়ে গেছে। কিন্তু আমাদের উন্নয়ন তো হয়-ই নি বরং ব্রিটিশ, পাকিস্তান আমলের অবস্থা থেকে লোকবলের ক্ষেত্রে আরও খারাপ অবস্থায় চলে গিয়েছে। মন্ত্রী বলেন, ব্রিটিশ আমলে লোকবল ছিল ৬৮০০০; বর্তমানে তা নেমে এসেছে ২৭০০০-এ। ১০৪টি স্টেশন বন্ধ হয়ে আছে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে প্রধানমন্ত্রী ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার কথা বলেছেন। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। তাই উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে বর্তমানে রেলে অনেক প্রকল্প হাতে নেয়া হয়েছে।
×