ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশিত: ০০:০৯, ১৫ ডিসেম্বর ২০১৯

১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেন তিনি। মহান বিজয় দিবসের প্রাক্কালে রবিবার (১৫ ডিসেম্বর) সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন তিনি। একাত্তরে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে যারা পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিলেন, সেসব রাজাকারের তালিকার প্রথম পর্ব প্রকাশ করা হয় রোববার।
×