ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিগ ব্যাশে হ্যাটট্রিকের হ্যাটট্রিক, রেকর্ডের পাতায় রশিদ

প্রকাশিত: ২৩:০৩, ৯ জানুয়ারি ২০২০

বিগ ব্যাশে হ্যাটট্রিকের হ্যাটট্রিক, রেকর্ডের পাতায় রশিদ

অনলাইন ডেস্ক ॥ ক্রিকেটের ২০১৯ সালটা ছিলো পুরোপুরি হ্যাটট্রিকের বছর। আন্তর্জাতিক ক্রিকেটে ১০টিসহ অন্তত ১৯টি হ্যাটট্রিকের দেখা মিলেছিল গত বছরে। নতুন বছরটা যেনো ছাড়িয়ে যেতে চায় আগেরটিকেও। তাই তো বছরের অষ্টম দিনেই দেখা মিলেছে এক জোড়া হ্যাটট্রিকের। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের নজর যখন পাকিস্তান সফর বিষয়ক আলোচনা ও বঙ্গবন্ধু বিপিএলের দিকে, ঠিক তখনই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে একই দিনে জোড়া হ্যাটট্রিক করেছেন আফগানিস্তানের রশিদ খান ও পাকিস্তানের হারিস রউফ। সিডনি সিক্সার্সের বিপক্ষে পরপর তিন বলে জেমস ভিন্স, জ্যাক এডওয়ার্ডস ও জর্ডান সিল্ককে সাজঘরে পাঠিয়েছেন অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে খেলা রশিদ। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। অর্থাৎ হ্যাটট্রিকের হ্যাটট্রিক পূরণ করেছেন আফগান রশিদ খান।
×