ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিষ্যদের ক্লান্তি নিয়ে কিঞ্চিৎ চিন্তিত কোচ জেমি ডে

প্রকাশিত: ০৮:৫৯, ৯ জানুয়ারি ২০২০

 শিষ্যদের ক্লান্তি নিয়ে কিঞ্চিৎ চিন্তিত কোচ জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ দরজায় কড়া নাড়ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জানুয়ারি বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচ দিয়েই পর্দা উঠবে ষষ্ঠবারের মতো আয়েজিত এই আসরের। বুধবার থেকে ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। প্রথমদিনের অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না হেড কোচ জেমি ডে। তবে বৃহস্পতিবার থেকে দলের সঙ্গেই দেখা গেছে তাকে। গত ডিসেম্বরে এসএ গেমস শেষে নেপাল থেকেই নিজ দেশ ইংল্যান্ডে ছুটি কাটাতে চলে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার তিনি অনুশীলন পর্বে যুক্ত হলেও এদিনও গরহাজির ছিলেন দলপতি-মিডফিল্ডার জামাল ভুঁইয়া এবং ফরোয়ার্ড নাবীব নেওয়াজ জীবন। তবে এদিন অনুশীলনে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের নয় ফুটবলার। ডেনমার্কে গিয়ে সদ্যই বিয়ে করা জামালের বৃহস্পতিবারই দেশে ফেরার কথা। আর জ্বরে আক্রান্ত জীবন। জেমি জানিয়েছেন, অনুশীলন দেখে তার কাছে মনে হয়েছে ফুটবলারদের কারোর ফিটনেস কোন সমসা নেই। তবে তারা কিছুটা ক্লান্ত। হাতে যেহেতু এখনও কিছুটা সময় আছে, সেহেতু ওই কদিন তিনি নিজের শিষ্যদের গোলস্কোরিং ক্ষমতা বাড়ানোর ওপরই বেশি জোর দেবেন।
×