ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামাল ভুঁইয়ারা জিতলে ১ লাখ, হারলে ৫০ হাজার ডলার পুরস্কার : বাফুফে সভাপতি

প্রকাশিত: ০৮:৫৮, ১২ জানুয়ারি ২০২০

জামাল ভুঁইয়ারা জিতলে ১ লাখ, হারলে ৫০ হাজার ডলার পুরস্কার : বাফুফে সভাপতি

স্পোর্টস রিপোটার ॥ আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক টুর্নামেন্টের ষষ্ঠ আসর।এই আসরে চ্যাম্পিয়ন হতে পারলে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবাইকে এক লাখ ডলার পুরস্কার দেবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। রবিবার ফুটবলারদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারা হোটেল মধ্যাহ্নভোজ করেন সালাউদ্দিন। সেখানেই ফুটবলারদের উৎসাহ বাড়াতে এই মোটা অংকের পুরস্কারের ঘোষণা দেন তিনি। তবে বাঙলাদেশ দল যদি ফাইনালে হেরেও যায়, তাহলেও তাদের জন্য পুরস্কার থাকবে, সেটার অংক ৫০ হাজার ডলার। এমনটাও বলেছেন সালাউদ্দিন। এই আসরে এ-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ফিলিস্তিন ও শ্রীলঙ্কা। বি-গ্রুপের দলগুলো হচ্ছে : মরিশাস, বুরুন্ডি ও সিশেলস।
×