ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাকিংয়ের ঝুঁকিতে টিকটক অ্যাকাউন্ট!

প্রকাশিত: ০৫:০৬, ১৩ জানুয়ারি ২০২০

হ্যাকিংয়ের ঝুঁকিতে টিকটক অ্যাকাউন্ট!

অনলাইন ডেস্ক ॥ কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীদের অজান্তেই তাদের টিকটক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিতে পারে হ্যাকাররা। এ জন্য বড় ধরনের সাইবার হামলা চালানোরও প্রয়োজন নেই। ক্ষতিকর লিংকযুক্ত বার্তায় ক্লিক করলেই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় হ্যাকারদের দখলে। ফলে গোপনে ব্যবহারকারীদের পোস্ট করা ভিডিওগুলো মুছে ফেলার পাশাপাশি নতুন ভিডিওও প্রকাশ করা সম্ভব—জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেক পয়েন্ট। তবে বিষয়টি অস্বীকার করে টিকটক দাবি করছে, ত্রুটিগুলোর সমাধান করেই সর্বশেষ সংস্করণের অ্যাপ উন্মুক্ত করা হয়েছে। সম্প্রতি তথ্য ফাঁসের অভিযোগে নিজেদের সামরিক বাহিনীর সদস্যদের টিকটক অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।
×