ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : ড. মোশাররফ

প্রকাশিত: ০৭:০৮, ১৩ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই :  ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুই সিটি কর্পোরেশনের নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন। ড. মোশাররফ বলেন, আমরা আচরণবিধি মেনে নির্বাচনী প্রচার চালাচ্ছি। আচরণবিধিতে বলা আছে, কোন প্রার্থীর পক্ষে রঙিন পোস্টার লাগানো যাবে না। কিন্তু আমরা দেখছি, সরকার দলীয় প্রার্থীরা রঙিন পোস্টার ব্যবহার করছে। তিনি বলেন, যদি ঢাকাবাসী ভোটকেন্দ্রে যেতে পারে, নিজের ভোট নিজে দিতে পারে সে পরিবেশ তৈরি হয় তাহলে সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। ড. মোশাররফ বলেন, জনগণ ব্যালটের মাধ্যমে ভোট দিতে চায়। আমরা ইভিএম মানি না। ইভিএমে ভোট চাই না। তাই ইভিএম বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোট নেয়ার ব্যাপারে আবারও আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, বিএনপি সমর্থিত প্রার্থীদের ওপর প্রতিপক্ষের হামলা-হুমকি অব্যাহত আছে। প্রার্থীদের ওপর হামলা করা হচ্ছে, প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। খন্দকার শোশাররফ বলেন, এ নির্বাচনকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে অংশগ্রহণ করছি। আমরা ঢাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি, জানি আপনারা এই সরকারের প্রতি ক্ষুব্দ। আপনারা পরিবর্তন চান। তাই পরিবর্তনের স্বার্থে সব বাধা ও ষড়যন্ত্র ভেঙ্গে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। জাতীয়তাবাদী শক্তির পক্ষে ভোট দেবেন। এই সরকারের হাত থেকে এদেশের মানুষকে ও ঢাকাবাসীকে রক্ষা করার জন্য আমাদের দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়ালকে ভোট দেবেন, বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভোট দেবেন। ড. মোশাররফ বলেন, জনগণ আছে, জনগণ দেখছে। জনগণ যদি সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, মুক্ত ভাবে ভোট দিতে পারে আমাদের দৃঢ় বিশ্বাস বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, অত্যাচার, নির্যাতনসহ দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেভাবে ঢাকা বিষাক্ত শহরে পরিণত হয়েছে এ থেকে মুক্তির জন্য ঢাকাবাসী ধানের শীষে ভোট দিতে ও বিএনপির কাউন্সিলরদের নির্বাচিত করতে প্রস্তুত আছে। খন্দকার মোশাররফ বলেন, আমরা যেহেতু মধ্যমপন্থি গণতান্ত্রিক দল, আমরা জানি এই সরকার ও নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। তবুও আমরা একটা গণতান্ত্রিক এবং মধ্যপন্থি গণতান্ত্রিক দল হিসেবে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি। তবে গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় না থাকে তাহলে এ নির্বাচন সফল হবে না। নির্বাচন কমিশন জনগণের কাছে পুরোপুরিভাবে আস্থা হারাবে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, মো. শাহজাহান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কাবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। জিয়ংার মাজার থেকে বের হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার চালান।
×