ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম-৮ আসনে ভোট ডাকাতির ঘৃন্য নজির স্থাপন করেছে : রিজভী

প্রকাশিত: ০৭:০৮, ১৩ জানুয়ারি ২০২০

চট্টগ্রাম-৮ আসনে ভোট ডাকাতির ঘৃন্য নজির স্থাপন করেছে : রিজভী

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে নির্বাচন কমিশন ও সরকারি দল ভোট ডাকাতির ঘৃণ্য নজির স্থাপন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার বিকেলে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, চট্টগ্রাম -৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের দিন বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধামকি, হামলা আর ভোটের দিন ভোটকেন্দ্রে আসতে বাধা প্রদান করা হয়েছে। প্রতিমূহুর্তে ধানের শীষের সমর্থক ও ভোটাররা হিংসার সম্মুক্ষীণ হয়েছেন। সারা আসন জুড়ে সর্বত্রই অত্যাচারের চিত্র ছিল একই রকম। রিজভী বলেন, এই উপনির্বাচনে ১৭০টির মধ্যে সকালেই ১২০টি ভোটকেন্দ্র থেকে এবং পরে বেলা ১১টার মধ্যে সবকটি কেন্দ্র দখল করে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ। বহিরাগতদের ভোটকেন্দ্রে এনে ভোটের লাইন দেখানো হলেও ওই এলাকার কোন ভোটারই ভোট দিতে পারেননি। চট্টগ্রাম মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুবদল নেতা খোরশেদ ও রফিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী লীগের লোকেরা। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এমনকি বিএনপির বর্ষীয়ান নেতা ৮০ বছর বয়স্ক এ্যাডভোকেট ইসাহাকের ওপরও হামলা চালিয়ে আহত করেছে। এই ভোট সন্ত্রাস চলাকালে রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামানের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি। এসব অপকর্মে সহায়তা করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ আইনশৃংখলা বাহিনী। চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ করে রিজভী আরও বলেন, অবশেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সাহেব নিজের কেরামতি অক্ষুন্ন রাখতে পেরেছেন। এ নির্বাচনে মহাভোট ডাকাতির ঐকান্তিক উদ্যোগ লক্ষ্য করা গেছে। ভোট-সন্ত্রাসকে জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করেছেন সিইসি। হুদা কমিশন ভোট ডাকাতির বৈধতা দানের সিলমোহরে পরিণত হয়েছে। তিনি গণতন্ত্রের শত্রু। তিনি বিএনপিসহ বিরোধী দল ও মতের সঙ্গে শত্রুতামূলক আচরণ করেন। বিষাক্ত সাপকেও বিশ^াস করা যায়, কিন্তু তাঁর অধীনেসুষ্ঠু নির্বাচন বিশ^াস করা যায় না। রিজভী বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের মাধ্যমে ৩০ জানুয়ারী ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের আগাম বার্তা দেয়া হলো কি না সেটি জনগণ জানতে চায়। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সফু প্রমুখ।
×